ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২
সংবাদ শিরোনামঃ

জয়ের সাফল্য শিক্ষার্থীদের: জিএস ফরহাদ

জয়ের সাফল্য শিক্ষার্থীদের: জিএস ফরহাদ

সময় সংবাদ  লাইভ রিপোরর্টঃ জয়ের সাফল্য আমার নয়, শিক্ষার্থীদের- এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ।আজ বুধবার সকালে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি এ মন্তব্য করেন।

সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস এম ফরহাদ বলেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে জয় বা পরাজয় বলে কিছু নেই। এ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী। একই সঙ্গে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন।’

তিনি আরও বলেন, ‘সব শিক্ষার্থীদের আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে। দায়িত্বে যতদিন থাকব, সেই সময়ে যদি কোনো ভুল করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সরাসরি তা শুধরে দেন।’

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনের পর কোনো বিজয় মিছিল আয়োজন করবেন না।

এভাবে তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ ও সততার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলকে মনে করিয়ে দেন যে জয়ের সাফল্য কোনো ব্যক্তির নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত