ঢাকা রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ঢাকায় বেড়েছে শীত, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

ঢাকায় বেড়েছে শীত, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

সময় সংবাদ লাইভ রিপোর্ট: কনকনে শীতে জবুথবু পুরো দেশ। রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে। দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে রাজধানী ঢাকা। কমতে পারে দৃশ্যমানতাও। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 


আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছে অধিদফতর। সংস্থাটি বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। 

সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত