হবিগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের রেনু মিয়ার ছেলে নয়ন মিয়া (৪২) ও পিয়াইম গ্রামের মহারাজের ছেলে ফটিক মিয়া (৩৫)। আহতরা হলেন- প্রদীপ (৪০), অসিম (২৫) ও রিপনকে (২০)। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নয়ন মিয়ার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। ফটিক মিয়ার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।