মোঃ আবদুস সালাম হাওলাদার,মির্জাগঞ্জ প্রতিনিধি ;পটুয়াখালীর মির্জাগঞ্জের ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামের দেউলী বাজার সংলগ্ন আবু আলম খান মাস্টার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি দোতলা আধা পাকা বসত ঘর পুরে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মোঃ সরোয়ার খান পেশায় একজন কৃষক ।তিনি দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ওয়াহেদ খান সাহেবের সেঝ ছেলে।
গতকাল ৭ আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল ৯.৪৫ ঘটিকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সময় বসত ঘরটিতে কোন লোক ছিল না। বাহির থেকে ঘরটি তালাবদ্ধ ছিলো। ঘর মালিকের স্ত্রী অসুস্থ মেয়ের কাছে ঢাকাতে ছিল। এর কিছুক্ষণ আগে একমাত্র ছেলে দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ রিয়ান খান ঘরের ভিতরে থাকা রান্না ঘরের গ্যাসের চুলায় ডিম ভাজি করে ভাত খেয়ে স্কুলে যায়। আগুনে ঘরের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ছাড়াও টাকা পয়সা, সোনা গহনা,জমির দলিলপত্র, বইপুস্তক পুরে ছাই হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আগুনের ধোঁয়া দেখে শত শত লোক আগুন নেভানোর চেষ্টা করে।কিন্তু আগুন দোতালার সিলিং ও টিন শেড পর্যন্ত পৌঁছায় স্হানীয় লোকের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে স্হানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে তালাবদ্ধ দোতলা বসতঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে। ঘরটির সবকিছু পুরে ছাই হয়েছে।
৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সম্পূর্ণ বসত ঘরটি পুরে ছাই হয়েছে। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সাহায্যার্থে প্রশাসন সহ সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।