সমসয় সংবাদ লাইভ রিপোর্ট: ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায়। দুপুর ১২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সময় পরিবর্তন করে বিকেলে শুরু করার ঘোষণা দেওয়া হয়।
দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে নতুন সময়সূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিচ্ছেন।শিক্ষকরা জানান, তাদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। ২০ শতাংশ বাড়িভাড়া, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।এর আগে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজের ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।