ঢাকা রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

গাজায় ফের হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

গাজায় ফের হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

সময় সংবাদ লাইভ রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দীর্ঘ বৈঠকের পর সশস্ত্র বাহিনীকে এ নির্দেশনা দেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।

নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় গাজায় তাৎক্ষণিক ও ভয়াবহ হামলা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ইসরায়েল দাবি করছে, সশস্ত্র হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

অপরদিকে হামাস অভিযোগ করেছে, দখলদাররা মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে।

তবে, নেতানিয়াহুর এমন নির্দেশের আগে গাজার রাফাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিসর সীমান্তবর্তী এ অঞ্চলটি মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাফাতে ঠিক কি হচ্ছে সেটি এখনো স্পষ্ট নয়। কিন্তু সর্বশেষ সেখানে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গুলি বিনিময় হওয়ার খবর পাওয়া গেছে।

ওই সময় ভূখণ্ডটির রাফা এবং খান ইউনিসের পূর্ব অংশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া এক ইসরায়েলি সেনা আহত হওয়ার খবরও পাওয়া গেছে বলে জানা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত