ঢাকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

সময় সংবাদ লাইভ রিপের্ট: আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে গুম, খুন ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে থাকা ১৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যবিশিষ্ট বেঞ্চ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকালে কঠোর নিরাপত্তার মধ্যে সেনা কর্মকর্তাদের প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-

১. ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

২. ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার।

৩. ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান।

৪. ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম।

৫. ব্রিগেডিয়ার কে. এম. আজাদ।

৬. কর্নেল আবদুল্লাহ আল মোমেন।

৭. কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে)।

৮. লে. কর্নেল মো. মশিউর রহমান।

৯. লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

১০. লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

১১. লে. কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম (বিজিবি)।

১২. মেজর মো. রাফাত-বিন-আলম (বিজিবি)।

এছাড়াও ডিজিএফআই-এর সাবেক তিন পরিচালক:

১. মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

২. ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী।

৩. ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

এদিন সকালে ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন, হাইকোর্ট মাজারগেট এলাকা ঘিরে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ, র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা যায়। ট্রাইব্যুনাল চত্বরেও ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো কড়াকড়ি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত