ঢাকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

কোনো চাপে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

কোনো চাপে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

সময় সংবাদ লাইভ রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
 এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের এই দূরাবস্থার জন্য দায়ী আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকা। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে, তাহলে এখান থেকে উত্তরণ ঘটবে। 
এ সময় যেকোনো ক্রাইসিস ট্যাকেল করার মানসিকতা থাকার পরামর্শ দেন তিনি। এ সময় ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির স্বার্থে ইউএনওদের এখনই প্রস্তুত থাকতে হবে। সরকারের পক্ষ থেকে এই সুযোগ কাজে লাগানোরও আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘বাংলাদেশের ইতিহাসে কনসিকন্সিয়াল নির্বাচন। নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরির স্বার্থে আগে থেকেই ইউএনওদের প্রস্তুত থাকতে হবে, কাওে পক্ষে কাজ করা যাবে না। 
অন্যদিকে ইসি আনোয়ারুল ইসলাম সরকার সরকারি কর্মকর্তাদের মনোবল ও সততার বিষয়ে জোর দেন। তিনি বলেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল, অমুক তমুক এর কথায় অনেক কিছু হয়েছে। কর্মকর্তাদের এখন আর সে ভয় নেই।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত