ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

আইপিএল খেলতে বাধা নেই ফিজের

আইপিএল খেলতে বাধা নেই ফিজের

সময় সংবাদ লাইভ রিপোর্ট : আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমান দল পাবেন, তাকে নিয়ে কাড়াকাড়ি হবে এটি আগেই অনুমান করা গিয়েছিল। বাংলাদেশের বাঁহাতি পেসারকে পেতে লড়াই হয়েছে চেন্নাই ও কলকাতার। শেষ পর্যন্ত বাজিমাত করেছে কলকাতা নাইট রাইডার্স। দুই কোটি রুপি ভিত্তি মূল্যের মোস্তাফিজকে তারা কিনেছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন কাটার মাস্টার। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। এর আগে ২০০৯ সালে মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার রুপির বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি। নিলাম শেষে নিজের অনুভূতি প্রকাশ করে এক ভিডিওবার্তায় মোস্তাফিজ বলেছেন, ‘হ?্যালো কেকেআরের ভক্তরাÑ আমি মোস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। শিগগিরই দেখা হবে।’

আইপিএলের ১৯তম আসরের পর্দা উঠবে আগামী বছরের ২৬ মার্চ। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের পর্দা নামবে ৩১ মে। এবার কলকাতার জার্সিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। তবে কাটার মাস্টারকে তারা পুরো মৌসুমের জন্য পাবে কিনা, এ নিয়ে শঙ্কা রয়েছে। কারণ আগামী বছরের এপ্রিলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। মোস্তাফিজ বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা। তিনি পেস বিভাগকে নেতৃত্বে দিচ্ছেন। নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে জাতীয় দলে প্রয়োজন। সে ক্ষেত্রে বেশ কিছু ম্যাচের জন্য ছাড়তে হবে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে। প্রশ্ন হলো- নিউজিল্যান্ড সিরিজের কারণে পুরো সময়ের জন্য মোস্তাফিজকে কি এনওসি (অনাপত্তিপত্র) দেবে বিসিবি? জানা গেছে, প্রায় পুরো সময়ের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পাচ্ছেন ৩০ বছর বয়সী পেসার। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, সিরিজ চলাকালীন শুধু ৮-১০ দিনের জন্য মোস্তাফিজ বাংলাদেশে আসবেন। তিনি ওয়ানডে বা টি-টোয়েন্টির যে কোনো এক সিরিজ খেলে আবার ভারত চলে যাবেন আইপিএল খেলতে।

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে ছিলেন মোস্তফিজ। এ ছাড়া নাম ছিল রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরীফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ)। তবে মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে ফিজ ছাড়া আর কোনো বাংলাদেশি দল পাননি। মোস্তাফিজ তার সতীর্থ হিসেবে পাচ্ছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়ের রেকর্ড গড়া ক্যামেরন গ্রিনকে। অস্ট্রেলীয় অলরাউন্ডারকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। সব মিলিয়ে ২০২৬ আইপিএলের মিনি নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি ৭৭ খেলোয়াড়কে নিলাম থেকে দলে নিয়েছে। প্রতিটি দলই আটজন বিদেশিসহ ২৫ জনের দল পূর্ণ করেছে।

মোস্তাফিজ এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ দুই কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। তার আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার। এবার আইপিএলে ষষ্ঠ দল হিসেবে কলকাতায় খেলবেন তিনি। প্রসঙ্গত, আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে ৬৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সেরা বোলিং ২০২৪-এ বেঙ্গালুরুর বিপক্ষে ৪/২৯।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত