সময় সংব্দ লাইভ রিপোর্টঃ খিলগাঁও বাগিচা ইন্দ্রপুরী সংলগ্ন ফুটওভার ব্রিজের দাবিতে রেললাইন সংলগ্ন স্কুল-কলেজের ছেলেমেয়েদের এবং সাধারণ জনগণের নিরাপদে পারাপারের দাবিতে খিলগাঁও এলাকার সমাজ সেবামূলক প্রতিষ্ঠান 'আমার প্রকৃতি আমার ছবি" এবং আগামীর বাংলাদেশ'র উদ্যোগে স্কুল ও কলেজের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধনে করেছেন।গত ১১ ই সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার বেলা ১২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উপস্থিত বক্তব্যে আমার প্রকৃতি আমার ছবির কর্ণধার মিলন চৌধুরী সময় সংবাদ লাইভকে বলেন, খিলগাঁও বাগিচা,গুলবাগ, উত্তর শাজাহানপুর, দক্ষিণ খিলগাঁও সহ অগণিত ছাত্রছাত্রী খিলগাঁও সি ব্লক ও আশপাশের এলাকাগুলোতে স্বনামধন্য স্কুল- কলেজে পড়াশোনা করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে, অগণিত ছাত্রছাত্রী প্রতিনিয়ত রেললাইন পাড়ি দিয়ে স্কুল ও কলেজে যায়। এতে করে প্রতিবছরে দুর্ঘটনা হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অন্তত দুইটি ফুটওভার ব্রিজ দেওয়ার জন্য। জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে আশ্বাস দিলেও নির্বাচনের পরে এ পর্যন্ত কেউ তা বাস্তবায়ন করে নাই। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ।
আগামীর বাংলাদেশ এর কর্ণধার আলমগীর পারভেজ সময় সংবাদ লাইভকে বলেন, রেললাইন চলার জন্য ইতিমধ্যে চারটি রেল পথ তৈরি হয়েছে। রাস্তার দুই পাশে বড় দেয়াল দেওয়া হচ্ছে।অথচ পরিকল্পনাবিদরা এলাকাবাসীর কথা চিন্তা না করে কাজ করে যাচ্ছে। এতে করে ছাত্র-ছাত্রীদের আগামীতে স্কুল কলেজে যাতায়াত করা কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন কার্য সম্পাদন করা অত্যন্ত দুরহ হয়ে পড়বে। অথচ একটি ফুটওভার ব্রিজ হলে একদিকে দুর্ঘটনা থেকে জনগণ রক্ষা পেত অন্যদিকে ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের চলাচলের পথ অত্যন্ত সহজ হয়ে যেত। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে দেখা উচিত বলে তিনি মনে করেন।
খিলগাঁও সামাজিক সংগঠন কেপিআরসি সভাপতি জনাব মু: হাফিজুর রহমান ময়না এবং খিলগাঁও জাগরণী ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কামাল আমার প্রকৃতি আমার ছবি সংগঠনের আমন্ত্রণে মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন এবং একত্বতা প্রকাশ করেন।
খিলগাঁও উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ হাওলাদার, এবং খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার প্রাথমিক ও উচচ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীগন খিলগাঁও বাগিচা এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে উপস্থিত বক্তব্য রাখেন এবং মানববন্ধনে অংশগ্রহণ করেন।