ঢাকা রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
সংবাদ শিরোনামঃ

বিভিন্ন জাতীয় দৈনিকে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

বিভিন্ন জাতীয় দৈনিকে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা সম্পর্কিত সাম্প্রতিক সংবাদসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, চক্রান্তমূলক ও অসত্য। মাদ্রাসার সুপার কর্তৃক চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা বরাবর দায়েরকৃত অভিযোগ তদন্তের সময় ঘাটাইল থানার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন বিধি-বহির্ভূত মন্তব্য করে তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে ব্যাহত করেছেন, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ ছাড়া, মাদ্রাসার সুষ্ঠু পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের বেআইনি হস্তক্ষেপ আড়াল করার লক্ষ্যে এবং মূল অভিযোগ থেকে দৃষ্টি সরানোর উদ্দেশ্যে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিক ও ইউটিউবারদের ডেকে নিয়ে আমার সম্মানহানি করার মতো অসত্য ও উসকানিমূলক মন্তব্য প্রকাশ করেন। তাঁর এই আচরণ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন এবং আদালতের রায়কে অবমাননার শামিল।

এই মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত ফেসবুকে প্রচার করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত করা হয়েছে। 

২৯/১১/২০২৫ ইং তারিখে ফেসবুকে প্রকাশিত উক্ত মন্তব্য ও সংবাদসমূহ পর্যালোচনা করে আমি ইউএনও সাহেবের কুরুচিপূর্ণ বক্তব্য সহ অন্যান্য অভিযুক্তদের ভ্রান্ত দাবি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি এবং এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

হাজী মো. ইদ্রিস হোসাইন মিঞা (দাতা),বাইচাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা,ঘাটাইল, টাঙ্গাইল

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত