সময় সংবাদ লাইভ রিপোর্ট: রাজধানী মালিবাগে ফরচুন শপিং মলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শপিং মলের ভেতরে থাকা ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ করেছে দোকান মালিকপক্ষ।
পুলিশের ধারণা, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ একটি চোরচক্র শপিং মলে ঢুকে সাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ চুরি। দোকানটির সিসিটিভি, আশপাশের দোকান ও মার্কেটের ক্যামেরা ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ঘটনাস্থলে সিআইডির টিমও তদন্তে নিয়োজিত আছে।’
তিনি আরও বলেন, ‘মালিকপক্ষ যেটা দাবি করেছে – প্রায় ৫০০ ভরি সোনা – সেটা এখনো আমরা যাচাই করতে পারিনি। তবে ঘটনাস্থলের প্রাথমিক অবস্থা দেখে বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট। বিস্তারিত তদন্তের পরই প্রকৃত তথ্য নিশ্চিত করা যাবে।’
ঘটনার পর ফরচুন শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের অনেকে জানিয়েছেন, মার্কেট বন্ধের পর পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন চুরির ঘটনা ঘটতে পেরেছে।
এদিকে পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে অগ্রগতি আশা করা যাচ্ছে।