ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক, প্রজ্ঞাপন জারি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক, প্রজ্ঞাপন জারি

সময় সংবাদ লাইভ রিপোর্ট: জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এর আগে গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল।

এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শেষে আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হলো। ‌

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত