আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়ন ফরমটি উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনি কার্যক্রম ধাপে ধাপে গুছিয়ে আনছে এবং এরই মধ্যে দেশের ২৭৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তারেক রহমানের মূল লক্ষ্য হলো যেকোনো মূল্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করা, আর সেই লক্ষ্যেই দলের সম্ভাব্য প্রার্থীদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক দিন ধরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নিয়ে ধারাবাহিক রুদ্ধদ্বার বৈঠক ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ গতকাল শনিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৯০ জন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে প্রার্থীদের জনসম্পৃক্ত অতিগুরুত্বপূর্ণ আটটি দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ দলের জ্যেষ্ঠ নেতারা প্রার্থীদের নির্বাচনি কৌশল ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জকরিয়ার তত্ত্বাবধানে মনোনয়ন ফরম পূরণ ও আইনি বিষয়গুলো নিয়ে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নিজেই এসব সভায় সভাপতিত্ব করছেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করছেন। বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রাথমিক প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা শেষ করতে চায় দলটি। মূলত একটি সুশৃঙ্খল ও শক্তিশালী নির্বাচনি প্রচারণার মাধ্যমে রাজপথের পাশাপাশি ভোটের লড়াইয়েও নিজেদের সর্বোচ্চ সামর্থ্য জানান দিতে প্রস্তুত হচ্ছে বিএনপি। তারেক রহমানের দেশে ফেরার পর এই নির্বাচনি উদ্দীপনা আরও কয়েক গুণ বাড়বে বলে দলটির নীতিনির্ধারকরা আশা প্রকাশ করছেন।