ঢাকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বিডি পেইন্টসের ১০২ কোটি টাকার নতুন কম্পোজিট কারখানায় উৎপাদন বাড়ছে চার গুণ, রাজস্ব লক্ষ্যমাত্রা ২৫০ কোটি টাকা

বিডি পেইন্টসের ১০২ কোটি টাকার নতুন কম্পোজিট কারখানায় উৎপাদন বাড়ছে চার গুণ, রাজস্ব লক্ষ্যমাত্রা ২৫০ কোটি টাকা


সময় সংবাদ লাইভ রিপোর্টঃ  দেশের রঙ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছে বিডি পেইন্টস লিমিটেড। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় প্রতিষ্ঠানটি ১০২ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কম্পোজিট কারখানা স্থাপন করছে।


শনিবার (১২ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কারখানায় রঙ, রাসায়নিক (রজন), প্লাস্টিক কন্টেইনার ও প্রিন্টিং ইউনিট অন্তর্ভুক্ত থাকবে।

প্রায় ৯১৪ শতাংশ জমিতে নির্মিত ৮৭,৫০০ বর্গফুটের এই স্থাপনা চালু হলে দৈনিক উৎপাদন সক্ষমতা চার গুণ বেড়ে ১১০.৬০ মেট্রিক টন হবে। এছাড়া প্রতিদিন ১৫,০০০ প্লাস্টিক কন্টেইনার উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিডি পেইন্টসের কোম্পানি সচিব এস. এম. মেনাম রশীদ বলেন, “দেশে রঙের চাহিদা দ্রুত বাড়ছে। এই ইউনিট আমাদের উৎপাদন ও মান উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেবে।”

নতুন ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম ১৮ অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে। সম্প্রসারণ শেষে কোম্পানির বার্ষিক রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫০ কোটি টাকা।


এই তথ্যটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা অনুযায়ী মূল্য সংবেদনশীল তথ্য (PSI) হিসেবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত